ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে তাদের মধ্যে একটি হচ্ছে Verb.
Verb সম্পর্কে ভালো জ্ঞান আপনাকে ইংরেজিতে দক্ষতা আনতে খুব কার্যকরী ভাবে সাহায্য করবে।
ইংরেজিতে যথাযথভাবে দক্ষতা আনতে গেলে Verb সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।
ইংরেজি বাক্যের প্রতিটি অংশই কোন না কোন Parts of speech এর মধ্যে পড়ে। আমরা যদি সঠিকভাবে Parts of speech এর অবস্থান ও ব্যবহারগুলো বুঝতে পারি এবং সঠিক ভাবে Sentence গঠন করতে পারি তাহলে ইংরেজির সমস্যা গুলো অনেকাংশে কমে আসবে।
Verb এমন একটি Part of speech, যাকে English Sentence এর প্রাণ বলা হয়।
এই পোস্টের আলোচ্য বিষয়গুলোঃ
- Verb কি
- Verb এর ব্যবহার
- অন্যতম মূল দুটো প্রকার
- Sentence এর কোন জায়গায় Verb বসানো হয়
মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি Verb এর প্রয়োজনীয়তা সম্পর্কে ছোট্ট একটা আলোচনা করছি।
Verb কে English Sentence এর প্রাণ কেন বলা হয়?
(সকল Predicate এ Object নাও থাকতে পারে।)
(সকল Predicate এ Object নাও থাকতে পারে।)
English language এ Verb ছাড়া Sentence গঠিত হয় না।
অপরদিকে, অন্যান্য উপাদান ছাড়া শুধু Verb দিয়েই একটি sentence গঠিত হতে পারে।
একটি ছোট উদাহরণ দেওয়া যাকঃ
2) Read (পড়)
উপরে উদাহরণ হিসেবে প্রদত্ত দুটি বাক্যই সঠিক।
এক নম্বর উদাহরণটি লক্ষ করুনঃ
এখানে,
I (subject)
read (verb)
a book (object)
Sentence টি বাক্যের তিনটি উপাদান Subject, verb এবং object দিয়ে গঠিত এবং সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে বলে তা একটি বাক্য।
এবার, দুই নম্বর উদাহরণটি লক্ষ করুনঃ
Read (verb)
Sentence টিতে একটিমাত্র উপাদান আছে যার অর্থ হলো 'পড়'। অর্থাৎ কাউকে পড়তে বলা হচ্ছে।
যেহেতু, এই 'read' Verb টি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে সেহেতু , এটিও একটি বাক্য।
এই ছোট উদাহরণটা থেকে বুঝা যাচ্ছে, Sentence এ Verb এর প্রয়োজনীয়তা কতটুকু।
এবার মূল বিষয়ে যাওয়া যাক।
Verb কি?
Verb হল একটি শব্দ বা শব্দের সংমিশ্রণে যা কোনো কাজ অথবা কাজের অস্তিত্ব বা অবস্থা নির্দেশ করে৷ এই শব্দটির মাধ্যমে আমরা বুঝতে পারি কোন Sentence এর Subject কি কাজ করে অথবা কি অবস্থায় আছে।
Example:
1) Ryan walks in the morning. (রায়ান সকালে হাঁটে।)
2) They are playing football. (তারা ফুটবল খেলছে।
3) Albert Einstein was a great scientist. (আলবার্ট আইনস্টাইন একজন মহান বিজ্ঞানী ছিলেন।)
উপরে প্রদত্ত তিনটি উদাহরণে walks (কাজ), are playing (কাজের অবস্থা) এবং was (অস্তিত্ব) Sentence গুলোতে Verb হিসেবে কাজ করছে।
Verbs অনেক Factors যেমনঃ Subject, Person, Number, Tense, Mood, Voice ইত্যাদির সাথে সম্পর্কিত থাকে।
Verb এর ব্যবহারঃ
Verb মূলত Sentence এ ব্যবহৃত হয় Subject এর কাজ বা অনুভূতিকে বর্ণনা করার জন্য। এরা Sentence কে সম্পূর্ণ অর্থ প্রকাশে প্রধান ভূমিকা পালন করে।
Verb এর প্রকারঃ
Grammarian রা Verb এর অনেকগুলো প্রকারের কথা ব্যাখ্যা করেন।
তবে আমরা এখানে প্রাথমিকভাবে Verb কে দুই প্রকারের কথা আলোচনা করব।
1)Main Verb / Principal Verb (প্রধান ক্রিয়া)
2)Helping Verb / Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া)
Main Verb:
কোন একটা সিনেমা বা চলচ্চিত্রের পরিপূর্ণতার পিছনে যেমন কোন একজন নায়ক, নায়িকা বা কোন একটি নির্দিষ্ট ঘটনা ভিত্তি হিসেবে কাজ করে, তেমনি কোন একটি English Sentence এর ভিত্তি হিসেবে একটি Verb থাকেই।
আর ঐ Verb টিই Sentence এর Main Verb.
Main Verb গুলো Sentence এ স্বাধীনভাবে অর্থাৎ অন্যকারো সাহায্য ছাড়াই ব্যবহৃত হয়।
Example:
- The man goes to the library everyday.
- I like to play pool.
- I want to learn English properly.
উপরে ব্যবহৃত তিনটি বাক্যে ব্যবহৃত goes, like, want তিনটিই Main Verb.
Main Verb কে দুই ভাগে ভাগ করা যায়।
1) Transitive Verb (সকর্মক ক্রিয়া)
2) Intransitive Verb (অকর্মক ক্রিয়া)
Transitive Verb:
এ Verb গুলো সকর্মক অর্থাৎ যাদের জন্য বাক্যে এক বা একাধিক Direct Object এর প্রয়োজন হয়, যা দ্বারা Verb এর action টা নির্দেশিত হয়।
যেমনঃ
1. Jonny loves cake.
2. I saw her in the market.
বাক্য দুটিতে লক্ষ্য করুন, loves এবং saw এর পর যদি object গুলো না থাকত,
Jonny loves.....
I saw.....
Object ছাড়া বাক্য দুটি সম্পূর্ণ নয়।
অর্থাৎ Verb দুটির Object থাকতেই হবে সম্পূর্ণ মনের ভাব প্রকাশের জন্য। আর ঐ Object গুলো অবশ্যই Verb এর action কে নির্দেশ করছে।
অতএব, Verb দুটি Transitive Verb.
Intransitive Verb:
Transitive Verb এর মত Intransitive Verb এ কোনো Direct object এর প্রয়োজন নেই।
যেমনঃ
1. Mamun writes.
2. They play.
এখানে, Write এবং play উভয়ই Intransitive, কারণ কোনো Object ছাড়াই Sentence গুলো সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে।
অনেকের এখনো Transitive Verb এবং Intransitive Verb বুঝতে সমস্যা হতে পারে।
এক্ষেত্রে একটি সহজ উপায় আছে। আপনি যদি Sentence এ Verb এর Direct Object টি আছে কি নেই তা বুঝতে পারেন তাহলে একদন সহজেই Transitive, Intransitive বুঝতে পারবেন।
তাহলে, Direct Object চেনার উপায় কি?
- যদি Verb কে 'whom' বা 'what' অর্থাৎ 'কাকে' বা 'কি' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই Direct Object.
এবার আপনার সম্মুখে থাকা Sentence এ যদি উত্তরটি থাকে তাহলে Sentence টির Verb, Transitive. অন্যথায়,Verb টি Intransitive.
Helping Verb:
নাম থেকেই বুঝতে পারা যায়, Verb গুলো সাহায্যকারী। কিন্তু এরা কাকে বা কাদের সাহায্য করে?
Helping Verb সাহায্য করে Main Verb কে। এরা Sentence এ Main Verb এর আগে বসে Main Verb কে সাহায্য করে।
এখন প্রশ্ন হল যে, এরা Main Verb কে সাহায্য করে কিভাবে?
- আমরা Helping Verb কোনো Sentence এ ব্যবহার করি ঐ Sentence এর Main Verb এর Tense (কাল বা সময়), Mood (ভাব) অথবা Voice (ধ্বনি) প্রকাশে সাহায্য করে।
Helping Verb কে Auxiliary Verb ও বলা হয়।
Helping Verb মূলত দুই প্রকার।
1. Primary
2. Modal
এই দুই প্রকারগুলো আমরা কমবেশি সবাই জানি। তবুও আমি আলোচনা করছি।
Primary Auxiliary or Helping Verb:
Primary Auxiliary তিন প্রকার।
1. To be (am, is, are, was, were, been, being)
2. To have (have, has, had)
3. To do (do, does, did, done, doing)
Modal Auxiliary:
can, could, may, might, shall, should, must, ought to, dare to etc.
Sentence এর কোন জায়গায় Verb বসে
Verb ই হল Sentence এর মূল অংশ। তবে এই মূল অংশটি Sentence ভেদে বিভিন্ন অবস্থানে বসে।
Basic দৃষ্টান্ত দেওয়া যাকঃ
অর্থ অনুসারে Sentence এর পাঁচ প্রকারে Verb এর অবস্থান লক্ষ্য করুনঃ
Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য) - এ Verb বসে Subject এর পর।
Example: I read books. ('I' হল Subject এবং 'read' হল Verb)
Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য) - এ Tense ও Number অনুযায়ী Auxiliary Verb কে Subject এর আগে বসাতে হয়, Main Verb এর Base Form (অর্থাৎ Verb এর Present form) বসে।
Example: Do you read a book? ('Do' হল auxiliary verb; 'you' Subject এবং 'read' Main Verb এর Base বা Present form).
Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য) - এর ক্ষেত্রে Sentence শুরু হয় Verb দিয়ে। অর্থাৎ Suject এক্ষেত্রে উহ্য থাকে।
Example: Read this article well. ('Read' Verb এবং বাকিটা 'Object')
Optative Sentence (প্রার্থনা বা ইচ্ছা সূচক বাক্য) -এ Verb, Subject এর পর বসে।
তবে Optative Sentence যেহেতু প্রার্থনাসূচক বাক্য সেহেতু প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করার জন্য Sentence এর শুরুতে May বসাতে হয়।
Example: May you live long.
('live' Verb টি Subject 'you' এর পর বসেছে।)
Exclamatory Sentence (আবেগ বা বিস্ময় সূচক বাক্য) সমূহ দুই ভাবে প্রকাশ করা যায়।
১. শুরুতে Exclamation Word বসিয়ে।
যেমনঃ
i) Hurrah! We have won the game.
ii) Alas! He is no more.
২. শুরুতে 'WH' Word বসিয়ে।
যেমনঃ
i) What a beautiful flower it is!
ii) How brilliant you are!
উপরের উদাহরণ গুলো লক্ষ্য করুনঃ
(১) Verb (have, is) Subject এর পর ব্যবহৃত হয়েছে। (তবে Sentence এর শুরুতে Exclamation Word ব্যবহার করতে হবে)
(২) এক্ষেত্রেও Verb (is, are) Subject এর পর ব্যবহৃত হয়েছে কিন্তু Sentence-এর একদম শেষের দিকে বসেছে।
এই পোস্টে Verb-এর কিছু প্রাথমিক বিষয় এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। এ দুইটা প্রকারভেদের প্রাথমিক জ্ঞানই আপনাকে শুরুটা ভালোভাবে করতে সাহায্য করবে।
Grammar কে হাতের মুঠোয় এনে নিয়মিত অনুশীলনের মাধ্যমে ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জনে অনেক ধাপ এগিয়ে যেতে পারেন। আর এই Grammar কেই দক্ষতায় আনার জন্য Verb এর মাধ্যমে শুরুর গুরুত্ব অপরিসীম।
এই ছোট্ট শুরুর পদক্ষেপটি আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে।
English grammar এ Verb এর বিভিন্ন আপেক্ষিকতায় বহু প্রকারভেদ রয়েছে যেগুলো পরবর্তী পোষ্ট গুলোতে বিশদভাবে আলোচনা করা হবে।
0 Comments